ইরানের সবচেয়ে খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে মিথ্য তথ্য ছড়ানোর অভিযোগে সপ্তাহখানেক আগে তাকে গ্রেফতার করা হয়। ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (ইরনা) জানিয়েছে, ওস্কারজয়ী মুভি দি সেলসম্যানের নায়িকা আলিদোস্তি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছিলেন, তার জের ধরে গ্রেফতার করা হয়েছে। ইরানব্যাপী চলা বিক্ষোভের সময়কার অপরাধের দায়ে ফাঁসিতে জীবন হারানো প্রথম ব্যক্তির প্রতি সংহতি প্রকাশ করে তিনি ওই পোস্টটি দিয়েছিলেন।
ইরনা আরো জানায়, প্ররোচণামূলক কনটেন্ট প্রকাশের কারণে আরো কয়েকজন ইরানি সেলেব্রেটিকে ‘বিচার বিভাগ তলব করেছে।’ তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
রাষ্ট্রীয় মিডিয়ার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলিদোস্তি ‘যে দাবি করেছেন, তার সাথে সামঞ্জস্য রেখে কোনো প্রমাণ’ না দেয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। পোস্টে ৩৮ বছর বয়স্কা অভিনেত্রী বলেন, ফাঁসি হওয়া ‘ব্যক্তিটির নাম মোহসেন শেকারি। এই রক্তপাত দেখেও কোনো পদক্ষেপ গ্রহণ না করা প্রতিটি আন্তর্জাতিক সংস্থাই মানবতার কলঙ্ক।’
তেহরানের রাস্তায় প্রতিবন্ধকতা স্থাপন এবং দা দিয়ে দেশের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের ওপর হামলা চালানোর অভিযোগে ৯ ডিসেম্বর শাকেরির ফাঁসি কার্যকর করা হয়।
বিক্ষোভ-সংশ্লিষ্ট অপরাধের জন্য গত সপ্তাহে মাজিদরেজা রাহনাভার্দ নামের দ্বিতীয় ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।
আলিদোস্তি আগেও সরকারের সমালোচনা করার কারণে দাণ্ডিত হয়েছিলেন। ২০১৮ সালে হেডস্কার্ফ খুলে ফেলা এক নারীর ওপর পুলিশের হামলা চালানোর প্রতিবাদ করায় তাকে পাঁচ মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছিল।
সূত্র : আলজাজিরা
Leave a Reply