আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক আজ শনিবার সন্ধ্যা ৬টায় আহ্বান করা হয়েছে। গণভবনে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আওয়ামী লীগের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে এ বৈঠক ডাকা হয়েছে। সভায় জাতীয় কমিটির সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে বেশ কিছু প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কমিটির সভায় জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসবে। এদিকে ৫২তম বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আজ ‘বিজয় শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
Leave a Reply