1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

আবার পেছালো মিন্নির জামিন বাতিল শুনানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন শুনানি পঞ্চমবারের মতো পিছিয়েছে। নতুন করে তার জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।

মঙ্গলবার সকাল ১০ টায় বরগুনার শিশু ও জেলা জজ আদালতের বিচারক মো: হাফিজুর রহমানের আদালত শুনানির জন্য পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন। এ সময় হাজতে থাকা সাতজন ও জামিনে থাকা সাতজনসহ মোট ১৪ জন শিশু আসামি আদালতে উপস্থিত ছিল।

এদিন ঢাকা সিআইডির ফরেনসিক শাখার বিশেষজ্ঞ পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক মো: জাকির হোসেন ও এসআই একে নাজমুল হোসেন আদালতে সাক্ষ্য দেন।

সাক্ষ্য শেষে পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম নয়া দিগন্তকে বলেন, রিফাত হত্যার তদন্তকারী কর্মকর্তার চারটি আলামত পরীক্ষার জন্য ঢাকা সিআইডি সদর দফতরে প্রেরণ করা হয়। আমি ২৭ জুলাই ওই আলামতগুলো পেয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে ৮ আগষ্ট প্রতিবেদন দাখিল করি। আলামতের মধ্যে ছিল সিসিটিভির ভিডিও ফুটেজ একটি আইটেল ফোন, একটি ডিভিডিআর ও একটি পেন ড্রাইভ।

তদন্তকারী কর্মকর্তা সিআইডির কাছে জানতে চেয়েছে সিসিটিভি ক্যামেরায় ধারনকৃত ফুটেজ কোনো এডিট করা ছিল কিনা। এছাড়া ০০৭ গ্রুপের ১০৬ জন ম্যাসেঞ্জার গ্রুপের চ্যাটিং পরীক্ষা করি। অন্য বিশেষজ্ঞরা তারা যে সকল আলামত পরীক্ষা করেছেন, সেই মর্মে সাক্ষ্য দিয়েছেন। সকল আসামিদের পক্ষে জেরা করেন আইনজীবী মো: শাহজাহান।

এছাড়া বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আছাদুজ্জামান দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত জেলা জজ এইএম ইসমাইল হোসেনের আদালতে প্রাপ্তবয়স্ক জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নিসহ হাজতে থাকা আটজন আসামি উপস্থিত ছিল। বিগত দিনে দায়রা জজ আদালতে ৭৬ জন সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন, আসামিরা আদালতে উপস্থিত থেকে সেই সকল সাক্ষ্য শুনেছেন। আসামিদের কোনো বক্তব্য আছে কিনা। কিংবা আসামিরা কোনো সাফাই সাক্ষ্য দেবে কিনা, সেই বিষয়ে আদালত আসামিদের প্রশ্ন করবেন। বিচারক না থাকায় প্রশ্নের জন্য ২৪ মার্চ ধার্য্য রেখেছেন আদালত। মিন্নির আইনজীবী জামিন বাতিল শুনানির জন্য সময় প্রার্থনা করলে তা আদালত মঞ্জুর করেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম নয়া দিগন্তকে বলেন, বিচারক ছুটিতে থাকায় জামিন বাতিলের আবেদন শুনানীর জন্য সময় চেয়েছি। আমরা নির্ধারিত আদালতে শুনানী করতে চাই।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার নয়া দিগন্তকে বলেন, আগামী ২৪ তারিখ আসামিদের পরীক্ষা ও মিন্নির জামিন শুনানী হবে।

শিশু আদালতে রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বলেন, শিশু আদালতে এ পর্যন্ত ৭৩ জন সাক্ষ্য দিয়েছেন। সিআইডি ফরেনসিক বিশেষজ্ঞ তিজন সাক্ষ্য দিয়েছেন। তারা যে তথ্য পেয়েছেন, সেটাই তারা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com