প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল ভারতের নারীরা। কিন্তু সেই স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। ৮৫ রানের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। এ নিয়ে পঞ্চমবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে অসিরা।
এর আগে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে টানা তিনবার জয়ের হ্যাটট্রিক গড়েছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৮ সালের চ্যাম্পিয়নও ছিল তারা।
অপরদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেলেও বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে ইংল্যান্ডের বিপক্ষে না খেলেই ফাইনালে পা রাখে তারা।
মেলবোর্নে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ঝড় তোলে অস্ট্রেলিয়া। দুই ওপেনারের দুর্দান্ত তালমিলে কোনো উইকেট না হারিয়েই ১১৫ রান তোলে তারা। কৃষ্ণামূর্তি এই জুটির ভাঙন ধরান। ৭৫ রানে সাজঘরে ফেরান এলিসা হ্যালিকে। ৩৯ বলের ঝড় তোলা ব্যাটিংয়ে সাতটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। জয়ের ভিত্তিটা গড়ে দেন তিনি আর বেথ মোনি। বাকিরা তেমন কিছু করেননি। ৫৪ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন মোনি।
৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধাই করতে পারেনি ভারত। একের পর এক উইকেট পতনে ১০০ রানও করতে পারেনি তারা। ১৯.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় হারমারপ্রিতরা। সর্বোচ্চ ১১ করেন ওপেনার স্মৃতি মন্ধানা।
সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন মেগান স্কাট। তিনটি নেন জেস জোনাসেন।
Leave a Reply