চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে রাখার দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে পদবঞ্চিতরা। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কার্যত অচল হয়ে আছে।
আন্দোলনরত ছাত্রলীগকর্মী মোহাম্মদ দেলোয়ার বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। শাটল ট্রেন ও বাস বন্ধ থাকবে।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শহরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জম হোসেন। তিনি জানান, নিরাপত্তার কারণে বাস বন্ধ রাখা হয়েছে। শাটল ট্রেনও বন্ধ রয়েছে।
ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিলে শাটল ট্রেন চলাচল শুরু করা হবে।
গত রোববার মধ্যরাতে চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর পরই পদ বাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পদবঞ্চিতরা।
Leave a Reply