পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর ডাক ‘মা’। মা মানেই স্নেহের চাদরে জড়ানো ভালোবাসা। মায়ের কিছু হলে কোনো সন্তানই স্থির থাকতে পারে না। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও তাদেরই একজন। মায়ের অসুস্থতার কথা শুনে সকল শুটিং বন্ধ রেখে মাকে নিয়ে ভারতে ছুটে গেলেন তিনি।
বাপ্পি জানান, তার মা স্বপ্না সাহা পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তাই তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে ভারতের হায়দ্রাবাদে অবস্থান করছেন তিনি।
তার ভাষ্য, ‘মায়ের সমস্যাটা অনেকদিন ধরে। দেশে চিকিৎসা করেও কাজ হচ্ছিল না। তাই আমরা পুরো পরিবার মাকে নিয়ে হায়দ্রাবাদে এলাম। এখানে চিকিৎসা নেওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে মায়ের শারীরিক অবস্থা ভালোর দিকে।’
‘নায়ক’খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘বাংলাদেশকে খুব মিস করছি। মিস করছি বাংলা সিনেমাকে। এখন আমার পুরোপুরি মনোযোগ মায়ের চিকিৎসা নিয়ে। যদিও শত ব্যস্ততার মাঝে ঈদের সিনেমার খবর রাখতে ভুলিনি। জেনেছি দর্শক আমাদের সিনেমাগুলো দারুণভাবে গ্রহণ করেছেন। আশা করি, দেশে ফিরেই সবগুলো সিনেমা দেখে ফেলব।’
বাপ্পি জানান, হায়দ্রাবাদ গিয়ে একদিনের জন্য বের হওয়ার সুযোগ পেয়েছিলেন। তখন তিনি রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখেছেন। সিনেমা নির্মাণে বিশ্বের বৃহত্তম পূর্ণাঙ্গ স্টুডিও কমপ্লেক্সটি তাকে মুগ্ধ করেছে। সেখানে শিল্পীদের যেভাবে সম্মান করা হয়, সেটা দেখেও তার মন ভালো হয়েছে।
ঈদের পরপরই সুমন ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শত্রু’র শুটিং শুরু করার কথা ছিল বাপ্পির। কিন্তু মায়ের অসুস্থতার জন্য বাধ্য হয়ে সিনেমাটির শুটিং বন্ধ রেখে ভারতে গেছেন এই তারকা। এতে বাপ্পির বিপরীতে আছেন জাহারা মিতু।
এই চিত্রনায়ক জানান, গত ৮ জুলাই তিনি হায়দ্রাবাদে যান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ঢাকার পথে মাকে নিয়ে রওনা হবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। এসেই অংশ নেবেন ‘শত্রু’র শুটিংয়ে।
Leave a Reply