রিং আইডি খুলে দেওয়ার ও রিং আইডি কমিউনিটি জবস মেম্বারশিপের বিনিয়োগ করা টাকা ফেরত দেওয়ার দাবিতে সাদা কাপড় পড়ে অবস্থান কর্মসূচিতে বসেছেন রিং আইডি’র গ্রাহকরা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজন গ্রাহক অবস্থান করছেন। এসময় এক গ্রাহক বলেন, ‘করোনাকালে চাকরি চলে গেলে বন্ধুর মাধ্যমে রিং আইডির খবর পাই। পরে ধারদেনা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা বিনিয়োগ করি। সেখানে থেকে ধাপে ধাপে ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারি। পরে ২০২১ সালে সেপ্টেম্বর মাসে রিং আইডির অ্যাকাউন্ট সরকার ফ্রিজ করে দিলে গ্রাহকদের লেনদেন বন্ধ হয়ে যায়। আমরা সরকারের কাছে রিং আইডির ফ্রিজ অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’
তারা বলেন, আমরা এখন ক্ষতিগ্রস্ত। অনেকে জবস মেম্বারশিপে বিনিয়োগের জন্য বিভিন্ন এনজিও, সমিতি এবং ব্যাংক থেকে লোন নিয়েছে। এখন এই লোনগুলো সুদসহ পরিশোধ করতে সবাইকে নিঃস্ব হতে হচ্ছে। এর জন্য আমরা সাদা কাপড় পরে এখানে আসছি। মরলে এখানেই মরবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।
এর আগে, গত ৩ তারিখ থেকে তারা প্রতিদিন সকাল ৯টা এখানে আসেন এবং বিকাল ৫টায় চলে যান।
Leave a Reply