কক্সবাজারের উখিয়ায় বালুখালী থেকে অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। রোববার (১০ জানুয়ারি) বালুখালী ব্রিজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে র্যাব।
আটক মো: ছৈয়দুল আমিন বালুখালী ক্যাম্প-৮-এর ব্লক বি/৭৪-এর বাসিন্দা মো: আমিনের ছেলে। এ সময় ইয়াবা চালানে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী।
তিনি জানান, রোববার ইয়াবার একটি বড় চালান কুতুপালং পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন গোপন সংবাদে অত্র এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।
এরপর রাত সাড়ে ৮টায় ওই স্থানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বালুখালী ব্রিজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে পার হতে দেখা যায়। এ সময় র্যাবের অবস্থান বুঝতে পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই চক্রের ১ জনকে আটক করা হয়। তার সহযোগী অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা জানান, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে পলাতকরাসহ এই চক্রটি দীর্ঘদিন যাবত উক্ত রুট ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছে।
আটক ও পলাতকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply