চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর ২ ঘণ্টা আগে মো. মনির উদ্দিন তালুকদার নামে এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে রোববার ভোর ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
এই সদস্য প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন ফুটবল মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, মনির উদ্দিন ফুটবল মার্কার সদস্য প্রার্থী ছিলেন। ভোট শুরু ২ ঘণ্টা আগে ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
Leave a Reply