চিরকুট লিখে আত্মহত্যা করেছে ভারতের চেন্নাইয়ের এক স্কুলছাত্রী। আত্মহত্যার আগে ওই ছাত্রী লিখেছে, ‘মেয়েরা শুধু মায়ের গর্ভ ও কবরে নিরাপদ।’ আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার চেন্নাইয়ের উপকণ্ঠে নিজ বাড়িতে ওই ছাত্রীর মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও হয়রানির কথা স্বীকার করেছেন।
চিরকুটে ওই ছাত্রী আরও লেখে, ‘স্কুল নিরাপদ নয় এবং শিক্ষকদের বিশ্বাস করা যায় না। স্বপ্নেও মানসিক নির্যাতনের কারণে পড়াশোনা এমনকি ঘুমেও ব্যাঘাত হতো। প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের সন্তানদের নারীদের সম্মান করতে শেখানো।’ চিরকুটে আরও লেখা ছিল, ‘যৌন হয়রানি বন্ধ করুন।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবককে ভারতীয় দণ্ডবিধির ‘প্রোটেকশন অব চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ আইনে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে নিযুক্ত এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গত দুই সপ্তাহ ধরে ওই যুবক তাকে হয়রানি ও নির্যাতন করছিলেন। আমরা অশ্লীল মেসেজ এবং ছবি আদান-প্রদানের বিষয়টি খুঁজে পেয়েছি। আট মাস ধরে তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিন বছর আগে মেয়েটি যখন অষ্টম শ্রেণিতে পড়ত তখন ছেলেটি একই স্কুলে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরে ভুক্তভোগী একটি গার্লস স্কুলে চলে যান। যদিও দুজনে ইনস্টাগ্রামে বন্ধু হয়ে ওঠে।’
Leave a Reply