দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চল বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক যৌথ বৈঠক করেছেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
বৈঠকে ভারতের পক্ষে যৌথভাবে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (যুক্তরাষ্ট্র বিষয়ক) ভানি রাও এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আন্তর্জাতিক সহযোগিতা) সোমনাথ ঘোষ। আর মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিরক্ষার সহকারী সচিব এলি রেটনার এবং পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপ-সহকারী পররাষ্ট্র সচিব এরভিন ম্যাসিঙ্গা।
হিন্দুস্থান টাইমস -এর প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সন্ত্রাসবাদ রুখতে পারস্পরিক তথ্য আদান-প্রদান ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া প্রতিরক্ষা, কৌশলগত অংশীদারত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্লিন এনার্জি এবং জলবায়ু অর্থনীতির মতো বিষয় নিয়েও ওই বৈঠকে আলোচনা করা হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, বৈঠকে গত অক্টোবরে হওয়া অনুরূপ আলোচনার ফলাফল পর্যালোচনা এবং আসন্ন বৈঠকের সংলাপ প্রস্তুতি নিয়েও আলোচনা করে দিল্লি-ওয়াশিংটন।
এদিকে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অংশীদারত্বের পর্যালোচনা, এই অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসবাদ দমন এবং কৌশলগত সহাবস্থান নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা করেন ভারত-যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিবৃতিতে সম্প্রতি বিশ্বব্যাপী সাইবার হামলা মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈশ্বিক এই ঝুঁকি মোকাবিলায় নিরাপদ সাইবার স্পেস গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন দুই দেশের কর্মকর্তারা। এ ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
Leave a Reply