মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন কারাগারে থাকার পর আজ মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি। বুধবার সকাল ৯টা ৩৬ মিনিটে তাকে বহনকারী একটি গাড়ি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়ে যায়। এ সময় উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। তখন তার হাতে মেহেদি দিয়ে লেখা ছিল- ‘ডোন্ট লাভ মি বিচ’।
এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় পরিমনিকে। কারামুক্তির দিনে তার পরনে সাদা পোশাক ছিল। এ সময় তাকে বেশ উচ্ছ্বল ও হাসিখুশি দেখা যায়।
এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরিমনিকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরে ৯টা ৩৬ মিনিটে কারাগার থেকে বের হন তিনি। তার আগেই পরীমনিকে নিতে কারা ফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিনসহ কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী।
আইনজীবী নীলঞ্জনা বলেন, ‘পরীমনিকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। তিনি ভালো আছেন।’
এর আগে মঙ্গলবার দুপুরে পরীমনির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমনির জামিন মঞ্জুর করেন। কিন্তু গতকাল তার জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছায় মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।
এদিন পরীমনির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।
Leave a Reply