জাপানের পূর্ব টোকিও স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল। কম্পন টের পেলেন টোকিও অলিম্পিকের গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
জাপান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে।
টোকিও থেকে এক সাংবাদিক টুইট করেন, ‘এখানে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’
আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’ অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন। তার মধ্যেই ভূমিকম্প হয়। এ সময় লাইভ শোতেই তিনি ভূমিকম্পের কথা জানান।
জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পে নষ্ট না হয়।
Leave a Reply