টোকিও অলিম্পিকে জুডোকোর নারী ৫৭ কেজি ওজন শ্রেণি দ্রুত সময়ে স্বর্ণপদক জিতেছেন কসোভোর নোরা গিয়াকোভা। ফাইনাল মঞ্চে মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ডে সোনা জিতেছেন বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বিজয়ী এই অ্যাথলেট।
এত অল্প সময়ে সোনা পাবেন তা হয়তো ভাবতেও পারেননি নোরা। তবে প্রতিপক্ষের অপরাধের কারণে সেই সুযোগ এসে ধরা দেয় তার কাছে। ফাইনাল মঞ্চে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ফ্রান্সের সারাহ লিওনি কিসিককে।
খেলার ২ মিনিট ৪৫ সেকেন্ডের মাথায় হঠাৎ নোরার দিকে ডাইভ দেন কিসিক। জুডোতে নিয়ম অনুযায়ী এটি সবচেয়ে বড় অপরাধের একটি। ফলে নোরা গিয়াকোভাকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবারের অলিম্পিকে কসোভোর এটি দ্বিতীয় সোনা।
Leave a Reply