প্রশ্ন: যেসব পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, সেগুলো দিয়ে কুরবানি আদায় করা যাবে?
উত্তর: যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে; সে পশুর কুরবানি জায়েজ নয়। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে, তা হলে সেই পশু দ্বারা কুরবানি জায়েজ। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি, সে পশু দ্বারা কুরবানি করা জায়েজ।
তথ্যসূত্র: জামে তিরমিজি ১/২৭৬; সুনানে আবু দাউদ, হাদিস ৩৮৮; বাদায়েউস সানায়ে ৪/২১৬; রদ্দুল মুহতার ৬/৩২৪; আলমগিরি ৫/২৯৭
Leave a Reply