নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ নিতে এসেছিলেন এক বৃদ্ধ। তার হাতে একটি শাড়ি তুলে দেন মেয়র আবদুল কাদের মির্জা। কিন্তু শাড়িটি পরিবর্তন করতে চাইলে সেই বৃদ্ধকে ঘুষি মারেন তিনি। আজ শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে।
ঈদুল আজহা উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয় পৌরসভা চত্বরে। এ সময় এই কাণ্ড ঘটান পৌরসভার মেয়র কাদের মির্জা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বৃদ্ধকে ঘুষি মারা ছাড়াও তাকে একটি শাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়। এ ছাড়া আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট দিয়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে। এ ব্যাপারে বক্তব্য নিতে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার মোবাইলে বারবার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়।
Leave a Reply