1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কুমিল্লার মনোহরগঞ্জে আবদুর রহিম (৪০) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের বিকচন্দা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আবদুর রহিম উপজেলার বিকচন্দা গ্রামের মৃত জাহিদের ছেলে। তিনি উত্তর ঝলম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল কবির বলেন, পুকুরে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে আবদুর রহিমের সঙ্গে একই এলাকার রহমত আলীর বিরোধ চলছিল। আজ সকালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রহমত আলী তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আবদুর রহিমকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রহমত আলীকে গণপিটুনিয় দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ওসি বলেন, আবদুর রহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com