1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

শেষ আটের লড়াইয়ে চিলির বিপক্ষে ব্রাজিলের একাদশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১

গ্রুপপর্ব শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল পর্ব। যে লড়াইয়ে হারলেই বাদ। প্রতিটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

এমন সমীকরণে শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় চিলির মুখোমুখি শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল।

শেষ আটের লড়াইয়ে ফেবারিট ব্রাজিলই। শক্তিমত্তায় চিলির থেকে সব দিকেই এগিয়ে নেইমাররা।

মুখোমুখি লড়াইয়ে এ পর্যন্ত ৭২ বার দেখা হয়েছে ব্রাজিল-চিলির। যেখানে ৫১ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল আর চিলির জয় সেখানে মাত্র ৮টি। ১৩টি ম্যাচ অমীমাংসিত।

আর কোপা আমেরিকার পরিসংখ্যানে ২১ বারের লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচ। চিলি জিতেছে মাত্র ৩টিতে। ড্র হয়েছে বাকি দুটি।

এমন হেড টু হেড পরিসংখ্যানে শেষ আটের লড়াইয়ে সবচাইতে শক্তিশালী প্রতিপক্ষের সামনে চিলি। তবে চিলিকে খাটো করে দেখতে রাজি নন কোচ তিতে।

কোনো ঝুঁকি নিতে চান না তিনি। কারণ একটু ভুল হলেও ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে। পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবেন তিতে।

এরইমধ্যে দুই দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়ে গেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন নেইমার। চিলির বিপক্ষে সব ক্লান্তি হটিয়ে মাঠে নামবেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে মাঝমাঠে খেলা ফাবিনহো ও ডগলাস লুইসের পরিবর্তে খেলতে পারেন ফ্রেড ও কাসেমিরো।

আক্রমণে থাকবেন নেইমার, রিচারলিসন ও গ্যাব্রিয়েল জেসুস। গোলরক্ষক এলিসন বেকারের বিকল্প দেখছেন না তিতে।

সম্ভাব্য একাদশ ব্রাজিল-

এলিসন বেকার (গোলরক্ষক), ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, ফ্রেড, রিচারলিসন, দানিলো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

 

সম্ভাব্য একাদশ চিলি-

ব্রাভো, মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা, ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস, ফিলিপ মোরা ও এডওয়ার্ড ভার্গাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com