কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক-হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক নোয়াখালী নজিরপুর এলাকা মৃত আবদুস সামাদের ছেলে আবদুল মতিন ও হেল্পার রাফি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিডিএম পরিবহনের একটি বাস চান্দিনা বাগুর পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীরা জানান, নিহত দুজন বাসের চালক ও হেলপার। আহত ৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাসটি উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply