নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ছাড়ালো ১০ হাজার ৬৮ জন। শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ৮৯ শতাংশ। যার মধ্যে মারা গেছেন ১২৯ জন রোগী। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৩১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে ৩১, সুবর্নচরে ১, বেগমগঞ্জে ১০, সোনাইমুড়ীতে ৪, চাটখিলে ১, সেনবাগে ২, কোম্পানীগঞ্জে ৪ ও কবিরহাট উপজেলার ৩ জন রোগী রয়েছেন। জেলায় মোট সুস্থ্য হয়েছেন ৭ হাজার ১৯৩ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৭১দশমিক ৪৪। আইসোলেশনে রয়েছেন ২৭৪৬ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন আরও ৫৩ জন রোগী।
এদিকে, করোনা সংক্রমণ রোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে তৃতীয় দফায় আরও ৭দিন বাড়ানো হয়েছে বিশেষ লকডাউন। যা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। লকডাউন সফল করতে তৎপর প্রশাসন। স্বাস্থ্য বিধি মেনে না চলা ও লকডাউন অমান্য করায় পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ২০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত ১৪ দিনের মতো আজও শহরে দূরপাল্লার সকল যানবাহন বন্ধ রয়েছে। শপিংমল, বিপণী বিতান ও বড় মার্কেটগুলো বন্ধ রয়েছে। নিত্য প্রয়োজনীয়দ্রব্য, জরুরি সেবা ও শিশু খাদ্য বহনকারী কিছু যানবাহন চলাচল করছে। তবে ভিন্ন চিত্র শহরের অলিগলি ও ভিতরের সড়কগুলোতে। সিএনজি অটোরিকশাগুলো আগেরমতোই চার-পাঁচজন যাত্রী নিয়ে চলাচল করে প্রধান সড়কে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। শহরের বাইরে অর্ধেক (দরজা) খুলে চলছে সব ধরনের দোকান-পাট। বাজারে আসা বেশির ভাগ লোকজন মানছেন না স্বাস্থ্য বিধি।
বর্ধিত লকডাউন সফল করতে জেলা প্রশাসকের কার্যালয়ের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। অভিযানকালে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯ টি মামলায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ২০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে। এ ছাড়া, শহরের একাধিকস্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন প্রথম দফায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৭দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২ জুন আরও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেন ওই কমিটি। দুই দফায় সংক্রমণে কিছুটা পরিবর্তন আসলেও তা সন্তোষজনক না হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে আগামী ২৫ জুন পর্যন্ত চলমান লকডাউন বাড়ানো হয়েছে।
Leave a Reply