মাঠে আম্পায়ারের সঙ্গে বিতর্কিত কাণ্ড ঘটিয়ে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। মূলত ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার্সদের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে এ খবর নিশ্চিত করেছেন মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান। মূলত সাকিবের বিরুদ্ধে আচরণবিধির ‘লেভেল থ্রি’ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এতে মোহামেডান অধিনায়ককে বড় বিপদে পড়তে হচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচে ঘটনার সূত্রপাত হয়। শুরুতে এলবিডব্লিউ নিয়ে আম্পায়ারের ওপর অসন্তোষ জানিয়ে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। এখানেই শেষ না, বৃষ্টির কারণে ৬ ওভারের এক বল বাকি থাকতে ম্যাচ বন্ধ রাখার ডাক দিলে তিনটি স্ট্যাম্পও তুলে আছাড় মারেন সাকিব। এরপর আবার ড্রেসিংরুমে যাওয়ার পর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও হয় বাক-বিতণ্ডা হয় সাকিবের।
Leave a Reply