করোনাভাইরাস থেকে দেশকে সুরক্ষিত করতে আপাতত পাঁচ কোটি লোককে টিকা দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি মনে করি, আমাদের পাঁচ কোটি লোককে আপাতত টিকা দেওয়া প্রয়োজন। পাঁচ কোটি (লোককে টিকা) দিলে পরে আমাদের দেশ সুরক্ষিত হয়ে যাবে, এটি আমি মনে করি। কারণ, যদি পাঁচ কোটি লোককে আমরা টিকা দিতে পারি, তাহলে আমাদের পপুলেশনের বিরাট ভালনারেবল গ্রুপ যেটা আছে, সেটা কাভার হয়ে যায়।’
টিকার নিবন্ধন চালুর বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘টিকাগুলো হাতে আসলে আবার নিবন্ধন চালু হয়ে যাবে।’
Leave a Reply