ক্যারিয়ারের ৫১তম ফিফটির পর ইনিংস বড় করতে ব্যর্থ হন তামিম ইকবাল। গত নয় ম্যাচে এটি তার ষষ্ঠ অর্ধশতক। দারুণ ফর্মে থাকার পরেও ইনিংস বেশিদূর এগিয়ে নিতে পারেননি। ধনাঞ্জয়া ডি সিলভার লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের পরপরই একই কায়দায় বিদায় নেন মোহাম্মদ মিঠুন। নির্বাচকরা যার উপর বহুবার আস্থা রেখেছে, সেই মিঠুনই বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই রানের খাতা না খুলতেই সাজঘরে ফেরেন লিটন। দুশমন্থ চামিরা বলে প্রথম স্লিপে ধনঞ্জয় ডি সিলভার তালুবন্দি হন তিনি। সর্বশেষ ৮ ম্যাচে লিটনের মাত্র একটি হাফসেঞ্চুরি। আর এই ম্যাচসহ চার ওয়ানডেতে তার রান ৪০, সর্বোচ্চ ২১।
লিটনের বিদায়ের পর তামিমের সঙ্গে দলের হাল ধরেন সাকিব আল হাসান। দু’জনের জুটিতে পাওয়ার প্লেতে ৪০ রান যোগ করে স্বাগতিকরা। কিন্তু জুটি খুব একটা লম্বা হয়নি। দলীয় ৪৩ রানের মাথায় দানুশকা গুনাথিকালাকার শিকার হয়ে সাজঘরে ফেরেন সাকিব। ফেরার আগে ৩৪ বল খেলে মাত্র ১৫ রান যোগ করেন তিনি।
দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তোলেন তামিম ও মুশফিকুর রহিম। এরই মধ্যে পঞ্চশ রানের জুটির পাশাপাশি দারুণ ব্যাটে ৬৬ বলে ব্যক্তিগত ৫১তম অর্ধশতক তুলে নেন টাইগার অধিনায়ক, শেষ নয় ম্যাচে ছয়টি অর্ধশতক তুলে নেন তিনি। খানিক সময় পরই ধনাঞ্জয়ার লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তামিম। একই ওভারের পরের বলে মোহাম্মদ মিঠুনকেও প্যাভিলিয়ানে ফেরান এই স্পিনার।
Leave a Reply