বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শনিবার ভাইরাস সংক্রমণে তার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
জানা যায়, ঈদের পর থেকেই ঠাণ্ডাজনিত অসুস্থতা বোধ করে আসছিলেন সুজন। নমুনার পরীক্ষার পর শুক্রবার রাতে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
রোববার থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টিম লিডারের দায়িত্বে থাকার কথা ছিল খালেদ মাহমুদ সুজনের। তবে করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে যোগ দেননি তিনি।
তবে ঘরের মাঠে সিরিজ হওয়ায় সুজনের বদলে অন্য কাউকে দায়িত্ব দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
Leave a Reply