বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে স্রেফ উড়িয়ে দিল আবাহনী লিমিটেড। তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে রহমতগঞ্জকে। এই বড় জয়ের নায়ক হাইতির কারভেনস ফিলস বেলফোর্ট। হ্যাটট্রিক করেছেন আক্রমণভাগের এ বিদেশি ফুটবলার।
এর আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে আবাহনী। বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে লিগের দ্বিতীয় পর্বে যাত্রা করে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। এবার জয়ের ধারা অব্যাহত রাখল আবাহনী। রহমতগঞ্জকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে তাদের অর্জন এখন ৩২ পয়েন্ট। শেখ জামালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আবাহনী। ১৫ ম্যাচ খেলেছে তারা। শেখ জামালেরও অর্জন ৩২ পয়েন্ট। তবে গোলগড়ে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেছে তারা। তবে শিরোপার রেসে বসুন্ধরা কিংস তাদের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে। ১৪ ম্যাচে কিংসের অর্জন সর্বোচ্চ ৪০ পয়েন্ট।
অন্যদিকে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে লিগের দ্বিতীয় পর্ব শুরু করেছিল রহমতগঞ্জ। এর পর শেখ রাসেলের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। এবার আবাহনীর বিপক্ষে হারের তিতকুটে স্বাদ পেল পুরান ঢাকার ক্লাবটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে প্রথম ২৬ মিনিট পর্যন্ত গোলবার অক্ষত রাখে রহমতগঞ্জ। কিন্তু ২৭ মিনিটে রহমতগঞ্জের ২৬ বছর বয়সী তাজিকিস্তানের ডিফেন্ডার খুরশেদ বেকনাজারোভ আত্মঘাতী গোল করেন। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে আরও দুটি গোল পায় আবাহনী। ৩৭ মিনিটে রাফায়েল অগাস্টোর অ্যাসিস্টে আবাহনীর স্কোর লাইন ২-০ করেন হাইতিয়ান ২৮ বছর বয়সী আক্রমণ ভাগের খেলোয়াড় বেলফোর্ট। ছয় মিনিটের ব্যবধানে আরও একটি গোল উপহার দেন এই বিদেশি ফুটবলার। এই গোলটিতেও অ্যাসিস্ট করেন অগাস্টো। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী লিমিটেড।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে একের পর এক গোল উৎসবে মেতে ওঠে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। ৬২ মিনিটে মামুন মিয়ার অ্যাসিস্টে নিজের তৃতীয় গোলটি পান বেলফোর্ট। নিজে হ্যাটট্রিক করার পর মামুন মিয়ার গোলেও অ্যাসিস্ট করেন এই বিদেশি ফুটবলার। ৬৫ মিনিটে মামুন মিয়ার গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা। ৮৫ মিনিটে আবাহনীর আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইঘানি গোল পান। এ গোলটির উৎস রায়হান হাসান।
আজ লিগের তিনটি ম্যাচ রয়েছে। বিকাল চারটায় মোহামেডানের প্রতিপক্ষ শেখ রাসেল। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম আবাহনী খেলবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। রাত ৯টায় মুক্তিযোদ্ধা সংসদ খেলবে আরামবাগের বিপক্ষে। প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আগামীকাল লিগের কোনো ম্যাচ নেই। ১০ মে থেকে আবার লিগের খেলা শুরু হবে। ১৪ থেকে ২০ মে এএফসি কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ রয়েছে বসুন্ধরা কিংসের।
Leave a Reply