1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে : নাহিদ ইসলাম সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল পাবে জনগণ : স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সরকারকে সময় দিতে চাই : মির্জা ফখরুল রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে : প্রধান উপদেষ্টা আবরারকে নিয়ে সিনেমা, মুক্তি ৭ অক্টোবর একাধিক মামলায় আনিসুল, সালমান, পলক ও মানিক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক রাশিয়ার‍ আরটি চ্যানেল নিষিদ্ধ করেছে মেটা কালই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, হাসিনার ভাগ্য নিয়ে জল্পনা তুঙ্গে লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত ৩ হাজার

শ্রদ্ধাঞ্জলি: ভালো থাকিস বন্ধু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

সেলিম আল দীনের লেখা ঢাকা থিয়েটারের দুই নাটক ‘কেরামতমঙ্গল’ ও ‘কিত্তনখোলা’য় হুমায়ুন ফরীদির সঙ্গে আমার অভিনয়ের ব্যাপ্তিটা অন্য কাজগুলোর চেয়ে বেশি ছিল। সহ-অভিনেতা হিসেবে বলব, ফরীদি যে কোনো চরিত্রে সহজেই ঢুকে যেতে পারত। ‘ছায়ারঞ্জন’ বা ‘কেরামত’ চরিত্র দুটি যেন তাকে বিবেচনা করেই তৈরি হয়েছিল। অভিনয়ের সময় ফরীদিকে যেন চরিত্রের বাইরে ভাবানো যেত না। এতটাই সিরিয়াস পারফরমার ছিল সে।

একইভাবে ‘ধূর্ত উই’ নাটকের উইসহ মঞ্চের অন্যান্য চরিত্রে তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছে। সে জানত একটা ডায়ালগ কতভাবে বলা যায়, চরিত্র নিয়ে কতভাবে ভাবা যায়। ঢাকা থিয়েটারের একজন কর্মী, সহকর্মী হিসেবে আমার দুঃখ এই যে, হুমায়ুন ফরীদির মতো একজন অভিনেতা মঞ্চ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফরীদি আরও কিছুদিন কাজ করলে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম। ব্যক্তি ফরীদির সঙ্গে আমার অনেক মজার স্মৃতি আছে। আমরা পিঠাপিঠি ভাইবোনের মতো ছিলাম। আমরা ঝগড়া, রাগারাগি, মারামারি করতাম। আবার গালাগালি করে বসেও থাকতাম। ফরীদির সঙ্গে আমার সম্পর্কের কোনো নামকরণ করা সম্ভব নয়। সে চলে যাওয়ায় আমি একজন ভাই, বন্ধু, প্রিয় সহশিল্পীকে হারিয়েছি। একটা কথা না বললেই নয়। ও অনেক সুন্দর করে ভ‚তের গল্প বলতে পারত। সে প্রায়ই সময় পেলে ঘরের আলো নিভিয়ে ছাদে গিয়ে, মুখে নানা রকম শব্দ করে, ভৌতিক পরিবেশ তৈরি করে আমাদের গল্প শোনাত। ফরীদি আমাদের সঙ্গে দম্ভ ছাড়াই মিশত। বইমেলায় ওর সঙ্গে শেষ দেখাটাও ছিল ঘটনাবহুল। বারবার এখনো চোখের সামনে ভেসে ওঠে। যেখানেই থাকিস, ভালো থাকিস বন্ধু।

 

আফজাল হোসেন

সে আমার বন্ধু ছিল কিংবা বলা উচিত, আমাকে সে নিজ গুণে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। আমাদের পরিচয়ে মিল থাকুক, চলায়-বলায় এতটুকু মিলও ছিল না। যদি হিসাবে বসি, কেন আমরা বন্ধু ছিলাম, কারণ খুঁজে পাই না। তার ও আমার পছন্দ-অপছন্দের তফাত ছিল। আমি তার মতো ঝড়ো ছিলাম না কখনো। তার মতো বেয়াড়া হওয়ার সাধ্য আমার ছিল না। সেই অদ্ভুত বেয়াড়াপনা অনেকের কাছে ছিল কৌতুকময়, আনন্দের। আবার অনেকের জন্য তা ছিল বিপজ্জনক ও বিব্রতকর।

অপছন্দের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলা ছিল আমার স্বভাব। ফরীদি যাকে পছন্দ করত না, তার সঙ্গে অপছন্দনীয় আচরণ করে বুঝিয়ে দিয়েছে, তাকে যাচ্ছেতাই বিবেচনা করে। বড় অভিনেতা ছিল, মঞ্চে এবং পর্দায়। প্রাত্যহিক জীবনে সবাইকে কমবেশি অভিনয় করতে হয়, সে ধার ফরীদি কখনো ধারেনি। এ কারণেই তার পেছনে মানুষ কথা চালাচালি করেছে, সামনে ভীত থেকেছে। ভালোত্ব জাহিরের আগ্রহ প্রবল থাকে মানুষের। ফরীদি মন্দ লুকিয়ে বাহবা পেতে চায়নি কখনো। ভালো-মন্দে মেলানো সাধারণ, পছন্দের মানুষ বা বিষয়ের প্রতি অনুভ‚তি ছিল নিখাদ। তাই অসাধারণ মানুষ ও বন্ধু ছিল ফরীদি। অভিনয় ছাড়া জীবনে কিছু করতে চাইত না সে। চারদিকে নৈরাশ্য তবু কখনো আশা ছাড়তে দেখিনি। আশায় আশায় আয়ু ফুরিয়ে গেল। অসাধারণ একজন অভিনেতার জন্ম হয়েছিল। এমনই দুর্ভাগ্য, গিজ গিজ করা অতি সাধারণের ডোবায় খাবি খেতে খেতে তলিয়ে যেতে হলো। অকাল প্রয়াত বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা, বন্ধু হুমায়ুন ফরীদি, ক্ষমা করিস। ডোবার হাঁটু জলে জীবনপাত হয়ে গেল, সহস্র পদ্মে হাসি ভাসানো একটা দিঘি বা একটা পুকুরও সবাই মিলে কাটতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com