1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

করুণারত্নের সেঞ্চুরিতে প্রতিরোধ গড়ে এগোচ্ছে লঙ্কানরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেওয়া ৫৪১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। আগের দিন ৩১২ রানে পিছিয়ে থাকা লঙ্কানরা চতুর্থ দিনে সকাল থেকে খুবই সতর্কতার সঙ্গে ব্যাট করে যাচ্ছে। প্রথম সেশনেই ৮৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করা স্বাগতিক অধিনায়ক দিমুথ করুণারত্নে ব্যক্তিগত সেঞ্চুরির তুলে নিয়েছেন।

শনিবার সকাল থেকে পাল্লেকেলের উইকেটে তোপ ঝাড়তে থাকেন টাইগার পেসার তাসকিন আহমেদ। প্রতিপক্ষেও দুই ব্যাটসম্যানকে রীতিমতো আটকে রাখেন তিনি। তবুও অন্যদের ওভার থেকে রানের চাকা এগিয়ে নিতে থাকেন করুণারত্নে ও ২৬ রানে অপরাজিত থেকে এ দিন ব্যাট করতে আসা ধনঞ্জয়া ডি সিলভা।

দু’জনের ব্যাটে ইতোমধ্যে ২৫০ রান তুলেছে স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে প্রতিরোধ গড়া অধিনায়ক করুণারত্নেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। তিন অংক ছুঁতে ২৪৭ বল খেলেছেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম শতরানের ইনিংস।

এর আগে, তৃতীয় দিনের প্রথম সেশনের কিছু সময় আগে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর থেকে রীতিমতো প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার করুণা রত্নে। এক পাশে তিন সঙ্গীকে হারালেও উইকেটের উপর থিতু হয়ে বসেন তিনি। অবশ্য বেশ কয়েকবারই রিভিউ কারণে প্রতিরোধ গড়া এই ব্যাটসম্যানকে ফেরাতে ব্যর্থ হন তাইজুল-তাসকিনরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com