নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দ্গ্ধ হয়েছেন দুই নৈশপ্রহরী। জানা গেছে, রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজ থেকেই বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে চাষাড়ায় প্রেসিডেন্ট রোডে জিএম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের আট তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নৈশপ্রহরী উজ্জ্বল ও মানিক।
এ বিষয়ে ভবনে থাকা অপর নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, জিএম গার্ডেন নামক ওই ভবনের আটতলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।
ওই তলায় গ্যাসলাইনের সমস্যা ছিল। ঘটনার দিন মিস্ত্রি এসে সেটি মেরামত করে তারা নিচে নেমে যায়। তখন রান্নাঘরের দরজা-জানালা বন্ধ থাকায় ওই কক্ষে গ্যাস জমে থাকে।
পরে দুই নৈশপ্রহরী সিগারেট হাতে ওই কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই দগ্ধ হন। তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
Leave a Reply