করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে স্থবির হয়ে পড়ছে ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে আইপিএলের মতো আসর আয়োজনে হিমশিম খাচ্ছে তারা। এরপরই বছরের শেষের দিকে দেশটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যদি দেশটিতে আয়োজন সম্ভব না হয়, তাহলে বিকল্প ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত বছর অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা দু’বছর পিছিয়ে ২০২২ সালে নেওয়া হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের শেষের দিকে ভারতে হওয়ার কথা আরেকটি আসর। কিন্তু ভারতের বর্তমান কোভিড পরিস্থিতির কারণে সেটাও আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। যার কারণেই ভারতে সম্ভব না হলে অন্য কোথাও আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে আইসিসি।
বুধবার আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যাঁ, আমাদের বিকল্প পরিকল্পনা আছে। তবে এই মুহূর্তে আমরা সেসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করিনি। কারণ, আমরা আপাতত নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে এটি আয়োজনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছি।’
যদি কোনো কারণে ভারতে আয়োজন সম্ভব না হয়, তবে ভিন্ন পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে ইভেন্টের বিভিন্ন দিক নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা। তবে আমাদের বিকল্প পরিকল্পনা আছে, সঠিক সময়ে এর বাস্তবায়ন আমরা করতে পারব।’
Leave a Reply