করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জ্বর এখনো কমেনি। স্বাভাবিকভাবে খাবারও খেতে পারছেন না তিনি। আজ শনিবার সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, ‘রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসেও সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও আছে। তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না।’
গত বুধবার রাতে রিজভীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরদিন বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ার পর তার দায়িত্ব পালন করছেন দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স। এর আগেও রিজভীর অসুস্থতা বা অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পালন করেন।
Leave a Reply