নোয়াখালীর-৪ আসনের সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে বলেছেন, ‘কোম্পানীগঞ্জে একটা পাগল হইছে। আমি নেত্রী এবং কাদের ভাইয়ের কাছে নোয়াখালী পৌর মেয়র হিসেবে নতুন নেতৃত্ব চাই। অতি দরদী কখনো ভালো না।’
আজ রোববার বিকেলে জেলা শহরের সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে অগ্নিঝরা ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত নোয়াখালী পৌর আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। কিন্তু আমি হারামের টাকা ধরি নাই। আমি যদি একটা বেলা বিস্কুট খাই, আমার কর্মীরাও যেন একটা বেলা বিস্কুট পায় সে দিকে খেয়াল রাখি। যারা সামনের দিনে কাউন্সিলর হবেন তাদের কর্মীদের পেটের দিকে তাকাতে হবে।’
নোয়াখালী পৌরসভার মেয়র শহিদউল্যা খান সোহেলকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘একটি এনজিও দিয়ে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন আপনি। এখন কর্মীদের খবর রাখেন না। কর্মীদের খবর না রাখলে আপনার খবরও তারা রাখবে না। এটাই হচ্ছে বাস্তবতা।’
একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমাকে নোয়াখালী থেকে সরাতে চায়। আমি মনে করি আমার নেতা ওবায়দুল কাদের ভাই যতদিন আছেন, ততদিন আমার একটা পশমও সরাতে পারবে না। কাদের ভাই শুধু আমার নেতা নন, তিনি বাংলাদেশের নেতা। আমরা উনার নেতৃত্বে নোয়াখালীর উন্নয়নের শিখরে এগিয়ে নিবো। আমাকে সবাই নগদ চৌধুরী বলে, আমি যাহা বলি তাই করি।’
নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুউদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমূখ।
Leave a Reply