লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাত ৩টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা উপকূলীয় অঞ্চল খাসেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে রায়পুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ জানান, ‘রাত ৩টার দিকে আবু তাহের নামক এক ব্যক্তির চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
আগুনে আবদুল বারেক, আবদুল গনি, সুজন সরকার, ইউসুফ মাঝি, বাচ্চু গাজি, শাহজাহান, মো. সুমন, দুলাল মালতিয়া, মো. সুজন, আইয়ুব আলী আকন্দ, আবদুল কাদের, শাহ আলম মাঝি, আবু তাহের, মো. মোস্তফা, নুর মোহাম্মদ, মো. শাহজালাল, রাসেল কারি, মো. সোহাগ, মুজাম্মেল, আবুল খায়ের, সবুজ বেপারি, আবদুল কাদের, মোস্তফা বেপারি ও খোরশেদ মুন্সিসহ ২৫ দোকান পুড়ে ভস্ম হয়ে যায়।
রাযপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আগুনের ঘটনা শুনেই ভোর ৪টার দিকে ইউপি চেয়ারম্যান ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়া হয়েছে। তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করা হবে।’
Leave a Reply