যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দুই সিনেট আসনের রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণকে রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সভায় এ আহ্বান জানান ট্রাম্প। সেখানে তিনি ডেমোক্র্যাটরা হোয়াইট হাউস পাবে না বলে মন্তব্য করেন।
গত সোমবার ডাল্টনে অনুষ্ঠিত এ সভায় ৮১ মিনিট ধরে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়েও কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘জর্জিয়া কোনোভাবেই আমাদের হাতছাড়া হওয়া যাবে না। জর্জিয়ার লোকজন যেন অবশ্যই রিপাবলিকানদের ভোট দেয়। ওরা (ডেমোক্র্যাটরা) হোয়াইট হাউসও পাবে না।’
নিজ দলের জন্য ভোট আহ্বান করে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের ভালোবাসার আমেরিকাকে রক্ষার জন্য এটাই আপনাদের শেষ সুযোগ। আপনারা ভোট দিতে না এলে মৌলবাদী ডেমোক্র্যাটরা জিতে যাবে।’
ডাল্টন ও আটলান্টা অঙ্গরাজ্যের দুই আসনে জয়ের ওপরই নির্ভর করছে সিনেটের কর্তৃত্ব। ১০০ আসনের সিনেটে বর্তমানে রিপাবলিকানদের হাতে রয়েছে ৫০ আসন। আর ডেমোক্র্যাটদের রয়েছে ৪৮টি। উভয় আসনে প্রার্থীদের প্রতি জনসমর্থনের হারের ব্যবধান কম, তাই যে কেউ জয় পেতে পারেন। এখন পর্যন্ত ৫৯ শতাংশ ভোট গণনা হয়েছে রিপাবলিকানদের পক্ষে ৪৯ শতাংশ ও ডেমোক্র্যাটদের পক্ষে ৪৮ শতাংশ সমর্থন দিয়েছে।
Leave a Reply