পাকিস্তানের পাঞ্জাবের একটি আদালত ধর্ষণের শিকার নারীর জন্য তথাকথিত ‘সতীত্ব পরীক্ষা’ বা ‘টু ফিঙ্গার টেস্ট’ বাতিল করেছেন। মানবাধিকার ও সামাজিক অধিকার সচেতন সংগঠনগুলো এ সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছে। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।
পাঞ্জাবপ্রদেশের আদালত গত সোমবার এ যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। লাহোর হাইকোর্টের বিচারক আয়শা মালিক বলেন, এই পরীক্ষার দ্বারা নারীকে অপমান করা হয় এবং এর কোনো ধরনের ফরেনসিক গুরুত্ব নেই।
পাঞ্জাবের অধিকারকর্মীদের পিটিশনের ইতিবাচক জবাবে পদক্ষেপ নিয়েছেন আদালত। স্থানীয় কর্মীরা দীর্ঘদিন ধরে এ সতীত্ব পরীক্ষার অবসান চেয়ে আসছিলেন। তাদের দাবি, এর কোনো চিকিৎসা ও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
Leave a Reply