1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

ইতালিতে করোনায় মৃত্যুর হার বেড়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

নতুন বছর করোনায় ইতালিতে গত চারদিনে মৃত্যুর হার কম থাকলেও গতকাল মঙ্গলবার ৬৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আগের দিন থেকে প্রায় দ্বিগুণ। এর আগে গত ১ জানুয়ারি থেকে ২,৩,৪ জানুয়ারি পর্যায়ক্রমে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৪৬২, ৩৬৪, ৩৪৭, ৩৪৮ জন। তবে গত চারদিনের তুলনায় মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে একদিনে মারা গেছে ৬৪৯ জন।

শুধু তাই নয়, গত কয়েকদিনের আক্রান্তের সংখ্যার চেয়ে মঙ্গলবার আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এদিন আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৭৮ জন।

গত বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ করোনাভাইরাসের ভয়াল থাবায় ইতালিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭৬ হাজার ৩২৯ জন। আর আক্রান্ত হয়েছেন ২ কোটি ১ লাখ ৮১ হাজার ৬১৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে করোনার দ্বিতীয় মহামারিটি তীব্রভাবে আঘাত হানতে শুরু করেছে। তাই করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা দীর্ঘ করতে হবে বলে জানিয়েছেন তারা।

এদিকে, গত ২৭ ডিসেম্বর থেকে প্রায় ১০ হাজার ডোজ প্রথম ব্যাচ কোভিড -১৯ ভ্যাকসিন আসার পরে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে ইতালি। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে করোনার টিকাদান অভিযানের গতি ত্বরান্বিত করার জন্য লড়াই করছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ইতালিতে প্রায় ৩শ’টি ভ্যাকসিন বিতরণ সাইট থাকবে। টিকা দেওয়ার প্রচারণা চরম পর্যায়ে এলে তা বেড়ে ১ হাজার ৫০০ করা হবে হয়। ইতালি সরকার বলছে, ‘দেশে ইতিমধ্যেই করোনা টিকাদান চলছে, আশা করছি খুব শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com