গোপীবাগে সংঘর্ষের জন্য বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়ী করে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মীরা ভোটার স্লিপ নিয়ে কাজ করছিল। সেখানে বিএনপি প্রার্থী নিজে উপস্থিত থেকে হামলা চালিয়েছেন। আমি তো শুনেছি, বিএনপি প্রার্থীর অস্ত্র থেকেই গুলি করা হয়েছে। এটা অনভিপ্রেত, নিন্দনীয়। আমরা চাই, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক। ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছেন।
রোববার সবুজবাগ এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে জাতীয় রাজনীতির কূটকৌশল নিয়ে কাজ হচ্ছে না বিএনপির। সন্ত্রাসীদের তারা বের করে এনেছে। তারা ভয়ভীতি সৃষ্টির পাঁয়তারা করছে। আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হবে।
তাপস বলেন, জাতীয় রাজনীতির কূটকৌশল প্রয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই, এটা স্থানীয় নির্বাচন। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করতে ইতোমধ্যেই তিনি তার নির্বাচন পরিচালনা কমিটিকে জানিয়েছেন।
তার বিরুদ্ধে প্রভাব বিস্তারসহ একচেটিয়া সুবিধা নেয়ার অভিযোগ প্রসঙ্গে তাপস বলেন, এখানে প্রভাব বিস্তারের কিছু নেই। একজন প্রার্থী হিসেবে তারা যে সুবিধা পাচ্ছেন, আমিও একই সুবিধা পাচ্ছি। আমরা হেঁটে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।
সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অচল ঢাকাকে সচল করা হবে জানিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সড়কে নির্দিষ্ট যানবাহন চলাচল করবে। কিছু সড়ক থাকবে যেখানে শুধু ঘোড়ার গাড়ি চলাচল করবে। আর কিছু সড়ক থাকবে শুধু মানুষের হাঁটার জন্য। আর কিছু সড়কে ভারী যানবাহন এবং হালকা যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট থাকবে।
করোনা ভাইরাস থেকে দেশকে সুরক্ষিত রাখতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা লক্ষ করছি চীনে করোনা ভাইরাস নামে একটি রোগ ছড়িয়ে পড়েছে। আমি অনুরোধ করব, যারা চীনে যাতায়াত করেন তারা যেন সতর্ক থাকেন। যাতে এই ভাইরাস ঢাকা বা বাংলাদেশে না আসে। আমি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, এ বিষয়ে সতর্কতার পাশাপাশি আগাম ব্যবস্থা নিন।
প্রচারণায় আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply