ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। এমন একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
নিজেদের ফেসবুক আইডিতে আজ বুধবার দুপুর ১২টার পরে তারা একই পোস্ট করেন।
পোস্টে তারা লিখেছেন-
আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।
কমেন্টে তারা একটি ফর্ম দিয়েছেন। যেখানে লেখা রয়েছে-
নতুন রাজনৈতিক দল গঠনের ব্যপারে আপনার “পরামর্শ জানাতে নিচের ফর্মটি পূরণ করুন:
আপনার চোখে নতুন বাংলাদেশ!
আপনার মতামতই ভবিষ্যৎ বাংলাদেশ বদলের চাবিকাঠি!
একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, যা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বহন করবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে। তরুণদের শক্তি, জনগণের মতামত, এবং পরিবর্তনের অঙ্গীকারই হবে এই পথচলার মূল ভিত্তি।
এই ফর্মটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়—এটি একটি সুযোগ, একটি দায়িত্ব এবং একটি আন্দোলনের অংশ হওয়ার আহ্বান! আপনার চিন্তা, প্রত্যাশা ও পরামর্শ জানিয়ে যুক্ত হোন। একটি নতুন বাংলাদেশ গড়তে, আপনার মতামত দিন!”
এদিকে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Leave a Reply