ভুয়া ওভারটাইম বিলের মাধ্যমে ৬৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে নিউইয়র্ক পুলিশের এক উচ্চপদস্থ ওই লেফটেন্যান্টের ঘটনাটি প্রকাশ করেছেন ম্যানহাটান প্রসিকিউটররা।
নিউইয়র্ক পুলিশ বিভাগের মেজর কেস স্কয়াডের লে. ডিটেক্টিভ কমান্ডার টমাস ফ্যাবরিজি ২০২৩ সালের জুলাই থেকে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভুয়া ওভারটাইম স্লিপের মাধ্যমে এই অর্থ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ এসেছে। অভিযোগে আরো বলা হয়েছে, তিনি কোনো কোনো মাসে ১০ হাজার ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন।
অনুসন্ধানে দেখা গেছে, তিনি একটি ওভারটাইম বিল দাখিল করেছেন। অথচ ওই সময় মেজর কেস স্কয়াডের নির্ধারিত অশনাক্ত করা সুভে করে তিনি রকল্যান্ড কাউন্টিতে তার বাড়ির দিকে চলছিলেন।
আবার কাজ না করে বাসায় অবস্থান করেও তিনি ঘণ্টার পর ঘণ্টা ওভারটাইম বিল দাখিল করেছেন।
এমনকি নিউইয়র্কভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকান প্রটেক্টিভ সার্ভিসেসের ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্যও তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের কাছ থেকে ওভারটাইম বিল নিয়েছেন। অথচ ওই কোম্পানির জন্য কাজ করার জন্য তিনি পুলিশ বিভাগের কাছ থেকে নির্ধারিত অনুমোদন নেননি।
উল্লেখ্য, ১৯ বছর কাজ করার পর গত মার্চে মেজর কেস স্কয়াড থেকে পদত্যাগ করেন ফ্যাবরিজি। আর নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, তাকে বেতনবিহীনভাবে সাসপেন্ড করা হয়েছে।
তার বিরুদ্ধে চুরি, মিথ্যা বক্তব্য প্রদান, সরকারের সাথে প্রতারণা করাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
Leave a Reply