বগুড়ার শাজাহানপুরের মালীপাড়া আর.আর.এম.ইউ. উচ্চ বিদ্যালয়ে মো: সারোয়ার জাহান নামে এক সহকারী শিক্ষককে পিটিয়েছে ম্যানেজিং কমিটির সদস্যরা। বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ম্যানেজিং কমিটির সদস্যরা প্রায়ই শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক সারোয়ার জাহানসহ অন্যান্য শিক্ষকরা।
জানা যায়, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন লাদু এবং আবদুল মান্নান বিদ্যালয়ে এসে অতর্কিত তার উপর চড়াও হয় এবং মারপিট করে। এতে করে বিদ্যালয়ের সকল শিক্ষক মর্মাহত হয়ে পড়েন।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, সকলের সামনে ওই শিক্ষককে লাঞ্চিত করা হয়েছে। সুতরাং আমরা এর বিচার দাবী করছি।
ছাত্র-ছাত্রীরা জানায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের সামনে ম্যানেজিং কমিটির সদস্য হয়ে শিক্ষককে মারপিট করে সম্মানহানী করা সত্যিই লজ্জাজনক ও অশোভনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, এ পর্যন্ত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply