দেশব্যাপী বহুল আলোচিত গলায় জুতার মালা ঝুলিয়ে লাঞ্ছিত করাসহ এলাকা প্রদক্ষিণ করানো কুমিল্লার সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুর (৭৮) বাড়িতে এবার হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি তার বাড়িতেই ছিলেন। পুলিশের উপস্থিতির কারণে হামলাকারীদের হাত থেকে তিনি প্রাণে বেঁচে যান। বৃহস্পতিবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুর ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ১টার দিকে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্তের দল লুদীয়ারা গ্রামে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রামদা ও লাঠিসোঁটা দিয়ে তাদের ঘরের দরজা, জানালা ও গেটে ব্যাপক ভাঙচুর করে তার বাবা আব্দুল হাই কানুকে হত্যার উদ্দেশ্যে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ঐ সন্ত্রাসীরা তার বাবা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে এলাকা প্রদক্ষিণ করায় এবং বাড়িঘর ছাড়তে বাধ্য করে।
তিনি বলেন, পবিত্র মাহে রমজান শেষ করে পুলিশ-প্রশাসনের আশ্বাসে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ভূঁইয়া কানু লুদীয়ারা গ্রামে তার নিজ বাড়িতে আসেন। ঈদের দিন থেকে তিনি পরিবারের সবাইকে নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। এর মধ্যে কিছু হুমকিও পেয়েছিলেন।
বৃহস্পতিবার গভীর রাতে আকস্মিকভাবে বাড়িতে হামলার ঘটনা মোবাইল ফোনে পুলিশকে জানানো হলে সঙ্গে সঙ্গে চৌদ্দগ্রাম থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাড়িটি সারা রাত পুলিশের পাহারায় ছিল। তিনি বলেন, আমার বাবা ও আমাদের পরিবারের লোকজন এখন জীবনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বাড়িতে যাই। এ সময় মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির গেট ও দরজা-জানালায় কিছু ভাঙচুর চালালেও ঘরে প্রবেশ করতে পারেনি। ঐ মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তায় তার বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। এ ঘটনায় ঐ পরিবারের কেউ থানায় এখনো অভিযোগ দেয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ ডিসেম্বর দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুকে তার গ্রামের বাড়ি এলাকায় সন্ত্রাসীরা গলায় জুতার মালা পরিয়ে এলাকা প্রদক্ষিণ করায়। ঐ ঘটনার ভিডিও, ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হলে এ নিয়ে দেশ-বিদেশে তোলপাড় হয়। ঐ ঘটনায় আব্দুল হাই কানু বাদী হয়ে তার নিকট ২৫ লাখ টাকা চাঁদা দাবিসহ ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছিলেন।
Leave a Reply