বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। গতকাল শুক্রবার দুপুরে মিরপুর ডিওএইচএসে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
পাত্রী আফসানা আক্তার প্রীতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর। আট মাস ধরে দুজনের পরিচয়, পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।
বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে শামীম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
ছবি প্রকাশের পর অনেক ভক্তই তাদের অভিনন্দন জানিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে শামীমের।
প্রসঙ্গত, এর আগেও শামীমের বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে। কখনো অভিনেত্রী অহনা রহমান, কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।
Leave a Reply