বরগুনার তালতলীতে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম জহিরুল (৩১)। তিনি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ওসি শাহজালাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা রাকিব তালতলীতে অন্যের জমি ভাড়া নিয়ে তরমুজ আবাদ করেছেন। কয়েকদিন আগে তিনি এক পাইকারের কাছে তার খেতে উৎপাদিত তরমুজ বিক্রি করেন। পাইকার মঙ্গলবার দুপুরে খেত থেকে তরমুজ নিতে আসলে জহিরুল তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সঙ্গে সঙ্গে তালতলী থানা পুলিশকে বিষয়টি জানান ওই পাইকার। এ সময় তালতলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জহিরুলকে আটক করে। পরে সন্ধ্যায় ওই তরমুজ চাষি জহিরুলের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করেন। পরে ওই মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার দেখানো হয়।
তরমুজ চাষি রাকিব বলেন, দুপুরে পাইকার যখন তরমুজ নিতে আসে তখন কয়েকজন মিলে এসে চাঁদা দাবি করেন। আমি বরগুনার স্থানীয় না হওয়ায় তেমন কাউকে চিনি না। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল নামের একজনকে গ্রেফতার করেছে।
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, ‘জহিরুলকে গ্রেফতার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। যদি জহিরুল দলীয় পদ পদবি ব্যবহার করে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তালতলী থানার ওসি শাহজালাল বলেন, ‘চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলকে আটক করেছে। প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরমুজ চাষি থানায় একটি মামলা করেছেন। জহিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
Leave a Reply