বলিউডের আমির খানের ব্যস্ততা এখন ‘সিতারে জমিন পর’ সিনেমা নিয়ে। তবে নিজের সিনেমা ছাড়াও পুত্র জুনায়েদ খানের সিনেমার প্রচারনাও করছেন জোড়ালো ভাবে। শুধু কাজই নয়, তার ব্যক্তিগত জীবনেও এসেছে বড় বদল। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ হাসপাতালে গেলেন আমির খান।
তবে নিজের জন্য নয়, চেন্নাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে মাকে নিয়ে গেছেন আমির।
নিউজ এইট্টিনের প্রতিবেদন অনুযায়ী, আমিরের মা জ়িনাত হুসেন বহু দিন ধরেই অসুস্থ। তার চিকিৎসার জন্যই চেন্নাই ছুটে যেতে হয়েছে তাকে।
২০২২ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পরেই তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছু দিন যাবৎ ফের স্বাস্থ্যের অবনতি হওয়ায় চেন্নাইয়ের হাসপাতালে তাকে নিয়ে গিয়েছেন আমির।
জানা যায়, আমির খান এবং তার পুরো পরিবার দীপাবলিতে পঞ্চগনির ফার্ম হাউজে ছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মা-কে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা।
পরে চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ছবির কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেই জায়গায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
Leave a Reply