৫৮ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হবে আজ রবিবার দুপুর ১২টায়।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিন বিশ্ব মারকাজের জিম্মাদার মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব।
বিষয়টি নিশ্চিত করেছেন নিজামুদ্দিন বিশ্ব মারকাজের মিডিয়ার সমন্বয়ক মো. সায়েম।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার সকল আনুষ্ঠানিকতা।
এর আগে একই দিন ফজর নামাজের পর বয়ান করেন ভাই মাওলানা মোরসালিন সাহেব (দিল্লি নিজামউদ্দিন), তা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন সাহেব। এরপর সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব তা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে আজ রবিবার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে।
Leave a Reply