এবারের বিপিএল বিতর্ক ছড়িয়েছে বেশ। সেটা পারিশ্রমিক নিয়ে হোক বা ফিক্সিংয়ের সন্দেহের কারণে হোক। প্লে-অফে উঠতে না পরলেও বিতর্ক তৈরি করার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্ক তৈরি করা এই ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক না দেওয়ায় গতকাল দেশে না ফিরে হোটেলেই কাটান বিদেশি ক্রিকেটাররা। পরে গতকাল রাতেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রাজশাহী জানিয়েছে, আজ রাত থেকেই বাংলাদেশ ছাড়তে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, (রবিবার দিবাগত) রাত তিনটায় জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল হারারের উদ্দেশে উড়াল দেবেন ইথিওপিয়ান এয়ারলাইনসে চড়ে। রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে যাবেন পাকিস্তানের মোহাম্মদ হারিস।
৫ ফেব্রুয়ারি রওনা দেবেন পাকিস্তানি হেড কোচ এজাজ আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্স। বাকিরাও সম্ভাব্য দ্রুততম সময়ে বাংলাদেশ ছাড়বেন বলে জানিয়েছে রাজশাহী। তাদের বিমানের টিকিট পাওয়ার কথা নিশ্চিত করেছেন রাজশাহীর একজন বিদেশি ক্রিকেটারও।
পুরো টুর্নামেন্টে পারিশ্রমিক ইস্যু নিয়ে নাটক করেছে রাজশাহী। দেশি-বিদেশি সব খেলোয়াড়রাই এর ভুক্তভোগী ছিলেন। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু সেই অর্থ প্রদান না করায় একবার অনুশীলনই বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। আর বিদেশি ক্রিকেটাররা তো একটি ম্যাচই বর্জন করেন। যদিও পরের ম্যাচে বার্ল ও হারিস খেলেছিলেন।
সময়মতো অর্থ পরিশোধ না করায় চট্টগ্রামের টিম হোটেলে ঝামেলায় পড়েছিলেন রাজশাহীর মালিক শফিক। তার রুমের বাইরে বসে থাকা নিরাপত্তা কর্মীদের ছবি ভাইরাল হয়েছিল সেসময়। রাজশাহী দল ঢাকায় আসার পর, অর্থ সংক্রান্ত সমস্যার কারণে তাদের একটি হোটেল থেকে তাদের চেক আউট করতে বাধ্য করা হয়।
Leave a Reply