কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে আসরের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ।
৩৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বার্সেলোনা ও আথলেতিক বিলবাও। গোল পার্থক্যে এগিয়ে তিনে হান্সি ফ্লিকের দল।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে বল দখল, গোলের জন্য শট ও লক্ষ্যে রাখা- তিনটি সূচকেই ঢের এগিয়ে ছিল রেয়াল। তবে সীমিত সুযোগেও অন্তত তিনবার থিবো কোর্তোয়ার কঠিন পরীক্ষা নেয় ভাইয়াদলিদ। তিনবারই দারুণ আস্থায় জাল অক্ষত রাখেন অভিজ্ঞ গোলরক্ষক।
এদিন ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জুড বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে জোরাল আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপ্পে।
বিরতির পর ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রতি আক্রমণে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজেও শট নিতে পারতেন। সেটা না করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাঁয়ে খুঁজে নেন এমবাপ্পেকে। আড়াআড়ি শটে বাকিটা সারেন তিনি।
আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বেলিংহ্যামকে ভায়াদলিদের মার্তিন ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। একই সঙ্গে রিয়াল থেকেই ধারে খেলা মিডফেল্ডারকে দেখান দ্বিতীয় হলুদ কার্ড। বাকি কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলে ভায়াদলিদ।
Leave a Reply