ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুটিতে জিতলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল, এই পরিসংখ্যানকে সামনে রেখেই ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। তবে প্রথম ওয়ানডেতে হেরে সেই আশা শুরুতেই ধাক্কা খায়। যদিও দ্বিতীয় ম্যাচ জিতে স্বপ্ন জিইয়ে রাখেন নিগার সুলতানারা। কিন্তু তৃতীয় ওয়ানডেতে হেরে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আজ শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৪৩.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১২২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজের টপঅর্ডারের চার ব্যাটারই রান পান। সর্বোচ্চ ৬৬ বলে ৩৯ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। আর ১৯ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন ডিন্ড্রা ডোটিন।
বাংলাদেশ বোলার মারুফা আক্তার ও নাহিদা আক্তার একটি করে উইকেট পান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিনা আখতার। এছাড়া সোবহানা মোস্তারি ২৫ ও ফারজানা হক ২২ রান করেন।
ক্যারিবীয় বোলার কারিশমা রামহারাক ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তিনি সিরিজে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন।
Leave a Reply