1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড়

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

রায়ান রিকেলটন যেন পাকিস্তানি বোলারদের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষাই নিয়েছেন। একাই ব্যাট করেছে ৫৭ ওভারের বেশি বল। অবশেষে যখন থামলেন, নামের পাশে তখন ২৫৯ রান। ততক্ষণে বড় পুঁজি পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

আড়াই শ’ছোঁয়া ইনিংস, কাইল ভেরেইনা ও টেম্বা বাভুমার সেঞ্চুরি আর মার্কো ইয়ানসেনের ফিফটির পর দক্ষিণ আফ্রিকা থেমেছে ১৪১.৩ ওভারে ৬১৫ রানে৷ যা তাড়া করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান।

কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হবার আগে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬৪। ব‍্যাট করতে নেমে প্রথম ওভারেই শান মাসুদকে (২) হারায় পাকিস্তান। দ্রুত ফেরেন কামরান গুলামও (১২)। শূন‍্য রানে ফেরেন সৌদ শাকিল।

এদিকে সাইম আইয়ুব চোটের কারণে ছিটকে যাওয়ায় হিসেবটা হতে পারে ৪ উইকেট না থাকার। তাই কার্যত ৬ উইকেট হাতে নিয়ে ৫৫১ রানে পিছিয়ে পাকিস্তান। তবে আশা-ভরসা হয়ে ৩১ রানে ব‍্যাট করছেন বাবর আজম। ৯ রানে খেলছেন মোহাম্মদ রিজওয়ান।

এর আগে ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে শনিবার দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা যোগ করে আরও ২৯৯ রান। ষষ্ঠ উইকেটে কাইল ভেরেইনাকে নিয়ে ১৪৮ রানের জুটি গড়েন রিকেলটন। সেঞ্চুরি ছুঁয়েই (১০০) ফেরেন ভেরেইনা।

মাঠে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মার্কো ইয়ানসেন। বড় শট খেলতে থাকেন রিকেলটনও। দুই জনে পরের ৬৭ বলে যোগ করেন ৮৬ রান। রিকেলটনকে বিদায় করেই এই জুটি ভাঙেন হামজা। পরে ইয়ানসেনকেও (৬২) ফেরান হামজা।

নয়ে নেমে ঝড় তোলেন কেশভ মহারাজ। ৩৫ বলে ৪০ রানের ইনিংস দিয়ে দলকে ছয় শ’স্পর্শ করান। তার বিদায়ের পরপরই থামে দক্ষিণ আফ্রিকা।।পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৩, হামজা ও খুররম শাহজাদ নেন ২টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com