নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নির্যাতন ও ফ্যাসিবাদের প্রতি প্রতীকী নিন্দা জানিয়ে বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা ও রঙ নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাই নাই, স্বৈচারের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থী আহমেদ আল সাবাহ বলেন, মেট্রোরেলের পিলারে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার বাপ, দেশের প্রথম ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ মুজিবুরের দুইটা গ্রাফিতি ছিল, যেগুলোকে ছাত্র জনতা জুতার মালা আর কাদা ছুড়ে ঘৃণাস্তম্ভে পরিণত করে। ফ্যাসিবাদী শক্তি গোপনে ন্যাক্কারজনক ভাবে আমাদের সেই স্মৃতি মুছে দেয়। হাসিনারটা সম্পূর্ণ মুছে দিতে না পারলেও মুজিবেরটা পুরোপুরি মুছে দেওয়া হয়। সেই প্রেক্ষিতে সন্ত্রাসী সংগঠন ছাএলীগের প্রতিষ্ঠার্ষিকীতে ফ্যাসিবাদের প্রতি ঘৃণা প্রদর্শন স্বরূপ এই কর্মসূচি পালন করেছি।
শিক্ষার্থী গোলাম কিবরিয়া অপু বলেন, আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের ক্ষভের জায়গা থেকে আজকের এই দিনটি বেছে নিয়েছি। হলে ছাত্রলীগের কাছে শিক্ষার্থীদের বন্দিত্বের জীবনযাপন করতে হতো। প্রত্যেকদিন ৭-৮ ঘণ্টা সময় তাবেদারি করতে হতো। মুজিববাদের তাবেদারি করতে করতে এতটাই ক্লান্ত করা হতো যে আমরা যে শিক্ষার্থী সেটা ভুলিয়ে দেওয়া হতো। পড়াশোনার কোনো পরিবেশ থাকত না। ছাত্রলীগের নির্মম নির্যাতলের ফলে আমাদের হৃদয়ের ব্যাথা থেকে এই কর্মসূচি আয়োজন করেছি। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা তাদের প্রতি কতটা ঘৃণা সঞ্চার করে।
সমন্বয়ক মাহিন সরকার বলেন, গ্রাফিতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে মূলত ফ্যাসিস্টের প্রতি জনগণের ক্ষোভের প্রকাশ করা হচ্ছে। শেখ মুজিব বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল কায়েম করেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গণরুম, গেস্টরুম, সিঙ্গেল গেস্টরুমের মাধ্যেমে আমাদের শিক্ষা জীবনকে শেষ করে দিয়েছে। আমরা চাই শেখ মুজিব বা তার দোসরদের মতো করে যেন আর কোনো ফ্যাসিস্ট না আসে। আমাদের স্বাধীনত রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।
Leave a Reply