উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশত্যাগের আগে গতকাল রবিবার রাতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়ার এক সফরসঙ্গী দেশ রূপান্তরকে জানান, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন খালেদা জিয়া। সেখানে তার চিকিৎসা হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে।
রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। একই সময় দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়াও চেয়েছেন তিনি। সেই সঙ্গে বিএনপি মহাসচিব জানান, দেশ ও জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
সাক্ষাৎ শেষে স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসন আমাদের কিছু দিকনির্দেশনা দিয়েছেন। দেশ নিয়ে দেশ-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সেসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন চেয়ারপারসন। আমাদের সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন।’
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিকবিষয়ক একজন সম্পাদক দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসন মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা করবেন। বুধবার সকালে লন্ডনে এসে পৌঁছাবেন। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে রিসিভ করবেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।’
খালেদা জিয়ার মেঝো বোন সেলিমা ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আগামীকাল ৭ জানুয়ারি রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানেই তার চিকিৎসা হবে। চিকিৎসকরা প্রয়োজন মনে করলে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে।
প্রয়োজনীয় চিকিৎসা শেষে লন্ডন থেকেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। দেশে ফেরার আগে সৌদি আরবে ওমরাহ পালন করবেন।’
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা দেশ রূপান্তরকে বলেন, ‘লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে দুই মাস অবস্থান করতে পারেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন।’
খালেদা জিয়ার পরিবারের এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন। বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তার ওঠার কথা রয়েছে।
কাতারের আমিরের দেওয়া অ্যাম্বুলেন্সে যাবেন খালেদা জিয়া : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য ও সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসনকে যে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে, তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ব্যক্তিগতভাবে সরবরাহ করছেন।’
সাত বছর পর মা ও ছেলের সাক্ষাৎ হবে : লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। এর আগে ২০১৭ সালে ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। সে সময় তার চোখ ও হাঁটুর চিকিৎসা হয়েছিল। চারটি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন সেনাপ্রধান : গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর স্বাগতম জানান সেনাপ্রধানকে। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন।
গতকাল রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। রাত সোয়া ৭টার দিকে বাসভবনে যান এবং রাত ৮টার দিকে বাসভবন ত্যাগ করেন তিনি। তাদের মধ্যে ৩০ মিনিট আলোচনা হয়।
যারা যাবেন খালেদা জিয়ার সঙ্গে : খালেদা জিয়ার সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যাবে। যারা যাবেন তারা হলেন তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলী রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যক্তিগত চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. সাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমদ, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার। প্রতিনিধিদের তালিকা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। বিগত দিনে তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা বলছেন, ‘খালেদা জিয়ার লিভারে এখন যন্ত্র বসানো রয়েছে। লিভারের রোগই তার স্বাস্থ্যঝুঁকির বড় কারণ।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেয় পুরান ঢাকার বিশেষ আদালত। এরপর ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারীর সময় সরকার তার সাজা স্থগিত রেখে তাকে গুলশানের বাসভবনে থাকার শর্তে মুক্তি দেয়। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার এবং দল থেকে একাধিকবার দাবি জানিয়েছিল। প্রতিবারই শর্তসাপেক্ষে সাময়িক মুক্তির কথা বলে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। গত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি লাভ করেন।
Leave a Reply